হাটহাজারীর কৃষিজমিতে অবিস্ফোরিত কামানের গোলা

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকার কৃষিজমি থেকে অবিস্ফোরিত একটি কামানের গোলা উদ্ধার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৩ মে) বিকাল সাড়ে পাঁচটায় আলমপুর গ্রাম তেলের টাংকি নামক স্থানে অবিস্ফোরিত অবস্থায় গোলাটি পড়েছিল। ঐদিন রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ কামানের গোলাটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে হাটহাজারী থানা পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা বলেন, ‘ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় অবিস্ফোরিত একটি কামানের গোলা কৃষিজমিতে এসে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাটহাজারী ফায়ারিং রেঞ্জ ইনচার্জকে বিষয়টি অবহিত করা হয়। পরে রাতে কামানের গোলাটি উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে নিরাপদ স্থানে রাখা হয়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘কৃষিজমিতে কামানের গোলা পড়ে থাকার সংবাদ পেয়ে থানা পুলিশ, র‌্যাব ও ফায়ারিং রেঞ্জ ইনচার্জকে জানানো হয়েছে । পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ব্যবস্থা নেবেন আশা করছি।’

মনসুর/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!