হাটহাজারীতে ৮টার পর দোকান খোলা রাখায় ১৭ দোকানির দণ্ড

বিদ্যুৎ সাশ্রয়ে হাটহাজারীতে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৭ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলার প্রশাসন।

রোববার (২১ আগস্ট) রাত ৮টার পর সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হানের নেতেৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে হাটহাজারী মেডিকেল গেটের এম কে ট্রের্ডাসকে ২ হাজার টাকা, উম্মেজাহান ক্লথকে ১ হাজার টাকা, আব্বাসিয়া পুলমক্কা ষ্টোরকে ৫০০ টাকা, হাটহাজারী মাদ্রাসা গেটে আল আরব এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া হাটহাজারী মাদ্রাসা মার্কেটে সোসাইটি টেলিকমকে ৫০০ টাকা, মদিনা কম্পিউটারকে ৫০০ টাকা, জান্নাত টেলিকমকে ১ হাজার টাকা, জেলা পরিষদ মার্কেটে ইহরান টেইলাসকে ৫০০ টাকা, নিউ আরাফাত টেইলার্সকে ১ হাজার টাকা, সিকদার মাকেট রাজকি টেলিকমকে ১ হাজার টাকা এবং ফাহিম সাদিয়া টেলিকমকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে সিকদার মার্কেটের মোবাইল ইউনিটকে ১ হাজার টাকা, হোসেন টেলিকমকে ৫০০ হাজার টাকা, এম মোবাইল টাচকে ৫০০ টাকা, ফটিকছড়ি টেলিকমকে ৫০০ টাকা, ভাই ভাই মার্কেটের মনির রেডিও হাউসকে ২ হাজার টাকা ও বিছমিল্লাহ কসমেটিকসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার আবু রায়হান বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে হাটহাজারী উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। আজকের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় ১৭ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!