পলোগ্রাউন্ড মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকায়ও জনসমুদ্র হবে : আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগ আপামর জনগণের সংগঠন। দীর্ঘ প্রায় ৪ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আসছেন। সুতরাং ৪ ডিসেম্বরের মহাসমাবেশে শুধু আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসবেন তা নয়, প্রিয় নেত্রীকে দেখতে চট্টগ্রামের হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবেই চলে আসবে। আর এতে পলোগ্রাউন্ড মাঠ ছাড়িয়ে আশেপাশের এলাকায়ও জনসমুদ্রে পরিণত হবে।

রোববার (২৭ নভেম্বর) সকালে টেরীবাজার আন্দরকিল্লা দেওয়ানবাজার হকার্স সমিতির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলোগ্রাউন্ড ময়দানে আগামী ৪ ডিসেম্বরের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে মহাসমাবেশের মধ্যদিয়ে আওয়ামী লীগের গণজোয়ার হবে : আ জ ম নাছির

সংগঠন সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফর আলী।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মুহাম্মদ হাসনী, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. ইকবাল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, মহানগর শ্রমিক লীগ নেতা উজ্জ্বল বিশ্বাস, মো. আলমগীর, হারুনর রশীদ রনি, কামাল উদ্দীন চৌধুরী, মো. বখতিয়ার উদ্দীন, নুরুল আলম লেদু ও শেখ মো. মহিউদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. নুরনবী, সহসাংগঠনিক সম্পাদক নবাব মিয়া, অর্থ সম্পাদক মো. জিয়া উদ্দীন, সহঅর্থ সম্পাদক মো. মিজান ও প্রচার সম্পাদক মো. আমির।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!