যৌন হয়রানি—ভাড়া নৈরাজ্য বন্ধে গণপরিবহনে স্টিকার হাতে ওসি

নগরে গণপরিবহনে যাত্রী হয়রানি রোধে সচেতনতামূলক স্টিকার লাগিয়েছে চাঁন্দগাও থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগষ্ট) দুপুরে চাঁন্দগাও এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সিএমপি ছাড়তে হচ্ছে বায়েজিদের ওসি কামরুজ্জামানকে

চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, গণপরিবহনের যাত্রী হয়রানির অভিযোগ প্রায় পাওয়া যায়। বিশেষ করে নারী যাত্রীদের যৌন হয়রানির পাশাপাশি ভাড়া নৈরাজ্য যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তাই যাত্রী হয়রানি বন্ধে এই কার্যক্রম হাতে নিয়েছি।

তিনি বলেন, চাঁন্দগাও এলাকায় যাত্রী হয়রানির অভিযোগ পেলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!