কনটেইনার ডিপোর কারণে মহাসড়কে তীব্র যানজট হচ্ছে—সীতাকুণ্ডে মানববন্ধন

সীতাকুণ্ডে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন হয়েছে। এতে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,উপজেলার কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারী এলাকাসহ বিভিন্ন স্থানে সড়কের পাশে গড়ে উঠা একাধিক কনটেইনার ডিপোর কারণে প্রতিদিন মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ফলে দূরপাল্লার হাজার হাজার সাধারণ যাত্রীকে চরম ভোগান্তিতে যাতায়াত করতে হয়।

আরও পড়ুন: গফরগাঁওয়ে শিক্ষকদের মারধর, প্রতিবাদে চট্টগ্রামে কর্মবিরতি—মানববন্ধন

এতে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আমম দিলসাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. হারুন অর রশীদ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ জিলান, আওয়ামী লীগ নেতা খায়রুল আজম জসিম ও মো. ইউছুফ।

মানববন্ধন থেকে পাঁচটি প্রস্তাবনাসহ স্মারকলিপি সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতির হাতে তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন।

এছাড়া থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার, সীতাকুণ্ড মডেল থানা, বার আউলিয়া হাইওয়ে থানাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান বক্তারা।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!