সীতাকুণ্ডে মহাসড়কের বাস ঢুকে গেল দোকানে, চাকার নিচে যাত্রী

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের চাকার নিচে চাপা পড়ে মো. বুলবুল মিয়া নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫। তবে এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১২ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুলবুল নেত্রকোনা জেলার কেন্দুয়ার বাসিন্দা।

আরও পড়ুন: সীতাকুণ্ডে জোয়ারে ভেসে এল যুবকের লাশ, গায়ে নেই কাপড়

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, এদিন সকাল ৮টার দিকে চট্টগ্রামমুখী লেইনে চাঁদনী নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে থাকা মেরিন মেশিনারিজ নামে একটি স্ক্র্যাপ জাহাজের দোকানে ঢুকে পড়ে। এতে গাড়ির নিচে চাপা পড়েন একজন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে চাপা পড়া ব্যক্তির লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ মিয়া বলেন, ভাটিয়ারীতে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে চাপা পড়ে থাকা এক বাসযাত্রীর লাশ উদ্ধার করি। পরে বার আউলিয়া হাইওয়ে থানায় লাশটি হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আহত ৫ জনের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানায়।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!