সীতাকুণ্ডে ওএমএসের চাল কিনতে গিয়ে ‘লাশ’ হলো গৃহবধূ

সীতাকুণ্ডে খোলা বাজারে ওএমএসের চাল কিনতে গিয়ে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন শিখা মালাকার (৩৮) নামে এক গৃহবধূ।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শিখা মালাকার তপন মালাকারের স্ত্রী। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। তবে তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোলাগিরি আশ্রম এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও পড়ুন: ‘ধরন পাল্টাল চোর’ এবার ওএমএসের চাল—আটা চুরি

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (সোমবার) শিখা মালাকার পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডের খোলা বাজারে চাল কিনতে সকাল ৮টার দিকে লাইনে দাঁড়ান। কিন্তু হঠাৎ তিনি স্ট্রোক করেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিলার গোলাম রব্বানী আলোকিত চট্টগ্রামকে বলেন, চাল দেওয়ার কথা ছিল সকাল ৯টা থেকে। কিন্তু শিখা মালাকার সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি হঠাৎ স্ট্রোক করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

যোগাযোগ করা হলে সীতাকুণ্ড পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু বলেন, নিহত নারী পৌরসদরের ৪ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসায় থাকলেও তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। তিনি খোলা বাজারে চাল কিনতে এসে স্ট্রোকে মারা যান।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!