সীতাকুণ্ডের ঘটনার তদন্ত হচ্ছে, কেউই আইনের ঊর্ধ্বে নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা কোনো অপরাধকে দায়মুক্ত করিনি। যে অপরাধ করেছে আইন অনুযায়ী তার বিচার হবে। সীতাকুণ্ডে যে ঘটনা ঘটেছে সেটার তদন্ত হচ্ছে, আইন অনুযায়ী বিচার হবে।

সোমবার (৬ জুন) সীতাকুণ্ডে বিএম ডিপো কনটেইনার বিস্ফোরণে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : সুগন্ধার বাতাসে গন্ধ শুধু পোড়া লাশের, স্বজনহারাদের আর্তনাদ—তদন্ত কমিটি 

মন্ত্রী বলেন, অবহেলা বা দায় থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় শক্তিশালী হোক না কেন। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

এর আগে আজ (সোমবার) দুপুর ২টার দিকে সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেন তিনি।

টিবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!