‘সাবধান’—রাউজানে ঘুরে বেড়াচ্ছে পাগলা কুকুর, যাকে পাচ্ছে কামড়াচ্ছে

রাউজানে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অনন্ত ১৭ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা দেওয়া হয়।

শনিবার (২ এপ্রিল) দুপুর থেকে সন্ধা পর্যন্ত সময়ে উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের কেউটিয়া এলাকার কুলালপাড়া নাতোয়ান বাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: রাউজানে আবার দেখা গেল ভয়ঙ্কর ‘সাকার ফিশ’

আহতরা হলেন- বাচ্চু আকতার (২৮) অদিরিতা (২০), সেকান্দর মিয়া (৭০), অরুপ বড়ুয়া (৪৭), অনিন্দ নাথ (৫২), প্রীতম ভট্টচার্য্য (৭২), পপি বড়ুয়া (৩০), মো. সায়েদ (৩), সনজিনা (৯), আরমা আকতার (৩ বছর) এনি আকতার (১৪) জান্নাতুল নিশা (৫২), ইসফা (৪০), রিহুল জান্নতা (১২), সাফায়েত (৫২) ফাহিম, (১৮) ও মো. শফি (৫০)।

এ বিষয়ে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপেলক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল হাসান বলেন, কুকুড়ের কামড়ে আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!