রাউজানে আবার দেখা গেল ভয়ঙ্কর ‘সাকার ফিশ’

রাউজানে একটি পুকুরে আবারো ধরা পড়ল ভয়ঙ্কর সাকার ফিশ।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া গ্রামে ব্যবসায়ী মো. আলম প্রজেক্টে জাল দিলে এ মাছ ধরা পড়ে।
মাছটির সাকার ফিশ বা ক্যাটফিশ নামে পরিচিত। তবে উপস্থিত লোকজন এটির নাম দিয়েছে ‘হেলিকপ্টার মাছ’। মাছটির সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে।

আরও পড়ুন : রাউজানের পুকুরে ‘ভয়ঙ্কর’ সাকার ফিশ

ব্যবসায়ী মো. আলম বলেন, সকালে আমার প্রজেক্টে মাছ ধরতে নামেন জেলেরা। এ সময় জেলেরা জাল টেনে আনলে এ বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ১ কেজির মতো হবে।

জানা যায়, এ মাছ চিংড়ি, কালি বাউস, মাগুর, শিং মাছসহ ছোট শামুক জাতীয় শক্ত খোলের প্রাণী খেয়ে সাবাড় করে ফেলে। জলাশয়ে খাদ্য সংকট করে। এছাড়া এর কাঁটাযুক্ত পাখনার আঘাতে অন্য মাছের শরীরে ক্ষত সৃষ্টি হয়। অন্যান্য মাছের জন্য হুমকি এ মাছ।

সাকার ফিশের পুরো নাম মাউথ ক্যাটফিশ অথবা চোষক মুখী। বৈজ্ঞানিক নাম Hypostomus plecostomus। এটি একটি স্বাদুপানির মাছ। এটি ১৬ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। সেইসঙ্গে পানি ছাড়াই প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত বাঁচতে পারে। দেশের বিভিন্ন এলাকায় এখন দেখা মিলছে ক্ষতিকর এ মাছের।

শফিউল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!