সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবারকে আওয়ামী লীগ নেতা বাবরের সহায়তা

সাতকানিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবারকে ঘর-বাড়ি মেরামতে নগদ অর্থ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ অর্থ তুলে দেয় সামাজিক সংগঠন দুর্বার তারুণ্য। এর আগে সংগঠনের চেয়ারম্যান মু. আবু আবিদ সাতকানিয়া পরিদর্শন করে এক ভিডিওবার্তায় ঘর-বাড়ি মেরামতে সহযোগিতার আহ্বান জানান।

আরও পড়ুন : সাতকানিয়া-লোহাগাড়ার পানিবন্দী মানুষের পাশে টেরীবাজার ব্যবসায়ী সমিতি

এ বিষয়ে মু. আবু আবিদ বলেন, ভিডিও দেখে মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর সাতকানিয়ার ২৭ পরিবারের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁর সহযোগিতা আমরা পৌঁছে দিয়েছি ক্ষতিগ্রস্তদের মাঝে। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, দুর্বার তারুণ্য ফাউন্ডেশন অন্যান্য সামাজিক কাজের আইডিয়া বাস্তবায়ন করে বাংলাদেশ ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছে। এছাড়া করোনাকালীন সময়ে কাজের জন্য ‘কোভিড-১৯ যোদ্ধা’ সম্মাননায় ভূষিত হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!