সাংবাদিকদের ওপর হামলা—রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ

ঢাকায় পেশাগত দায়িত্বপালনকালে বিএনপির সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাউজান প্রেসক্লাব।

বুধবার (১ নভেম্বর) সকালে প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে সামনে এ আয়োজন করা হয়।

রাউজান প্রেসক্লাব সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহসম্পাদক আজিজ উদ্দিন ইমু।

আরও পড়ুন : ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা পরিকল্পিত

সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাবেক সহসভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহসভাপতি নেজাম উদ্দিন রানা, সহসভাপতি এম রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সদস্য রতন বড়ুয়া, মাওলানা তৈয়বুল ইসলাম ও নকিব সিদ্দির্কী, উপজেলা যুবলীগ নেতা ছাবের হোসেন ও মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, পৌরসভা ছাত্রলীগ সভাপতি অনুপ চক্রবর্তী, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, মো. পথিক ইকবাল, অনন্ত প্রলয় চাকমা ও তহিদুল আলম, ব্যবসায়ী আজাদ হোসেন, প্রবাসী ইসমাইল এবং ফোরকান।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের নামে সাংবাদিকদের ওপর হামলা করেছে। তারা রাজনীতির অন্তরালে চিহ্নিত সন্ত্রাসী লালন-পালন করছে। এসব চিহ্নিত অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে পুলিশ সদস্য নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

প্রেস স্টিকার সম্বলিত জ্যাকেট পড়ে গাড়ি পোড়ানো সন্ত্রাসীরা সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন করার প্রতিবাদ জানিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বক্তারা।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!