সলিমপুরে লাল পতাকার জমি ছেড়ে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অবৈধ বসবাসকারীদের সরে যেতে একদিনের আলটিমেটাম দিয়েছে জেলা প্রশাসন। লাল পতাকা দিয়ে চিহ্নিত করা জমি থেকে অবৈধ দখল ছেড়ে না গেলে উচ্ছেদ করা হবে বলে মাইকিং করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দিনভর পুরো এলাকায় মাইকিং করে এ আল্টিমেটাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন : ওসির আলটিমেটামের পর চিরকুট, পাওয়া গেল ছিনিয়ে নেওয়া র‌্যাবের সেই অস্ত্র

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুর জালালাবাদ মৌজার খাস খতিয়ানে ৯ দশমিক ৭০ একর পাহাড় ও ২ দশমিক ৯৪ একর পাহাড়ি ভূমি রয়েছে। যা সরেজমিন পরিমাপ করে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে। এছাড়া জালালাবাদ মৌজার নির্দেশিত ভূমি জেলা প্রশাসকের নামে চুড়ান্ত বিএস জরিপ রয়েছে। এসব খাস খতিয়ানভুক্ত ভূমিতে অবৈধভাবে বসবাসকারীরা ৩১ আগস্টের মধ্যে সরে যেতে মাইকিং করা হয়েছে। অন্যথায় তাদের উচ্ছেদ করা হবে।

সিএম/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!