সন্দ্বীপ কলোনিতেই ইয়াবার সাম্রাজ্য গড়ে তুলেছেন মা-ছেলে

কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা এনে বিক্রি করেন মা-ছেলে মিলে। ২০ হাজার ইয়াবাসহ দুজনে ধরা পড়েছে র‌্যাবের হাতে।

রোববার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে হাটহাজারী উপজেলার সন্দ্বীপ কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয় । আটকরা হলো- হাটহাজারী উপজেলার সন্দ্বীপ কলোনি এলাকার মো. ইসমাইলের স্ত্রী নার্গিস বেগম (৪০) ও ছেলে মো. তারেক (১৯)।

আরও পড়ুন : লুঙির ভেতর স্কচটেপে দিয়ে মোড়ানো ছিল ৩ হাজার ইয়াবা!

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে হাটহাজারী থানার দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে দুজন মাদক কারবারীকে আটক করা হয়। এসময় একটি নির্মাণাধীন ভবন থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। পরে আসামিদের হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়।

সিএম/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!