মসজিদের বিদ্যুৎ বিলের ২ লাখ টাকা দিলেন উপমন্ত্রী নওফেল

মসজিদের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য ২ লাখ টাকা অনুদান দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে নগরের ১৮ নম্বর পূর্ব ওয়ার্ডের আব্দুর লতিফ হাটের হাজী চাঁনগাজী জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে এ অনুদান দেন তিনি।

এ সময় মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় আজ সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। বঙ্গবন্ধুকন্যা সারাদেশে বিদ্যুতের আলো পোঁছে দিয়েছেন। কিন্তু তা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের দায়িত্ব আমাদের।

আরও পড়ুন: নওফেল—রনির পক্ষে এতিমখানায় ইফতার দিলেন পাঁচলাইশ ছাত্রলীগ নেতারা

তিনি আরও বলেন, এই বাকলিয়া শহরের ভেতরে হলেও দীর্ঘদিন ধরে পিছিয়ে ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন করার মাধ্যমে পিছিয়ে থাকা বাকলিয়াকে উন্নত এলাকা হিসেবে গড়ে তোলা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আহমেদ ইলিয়াস, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মধ্যম বাকলিয়া সমাজকল্যাণ ও উন্নয়ন পরিষদ সাধারণ মো. মহসিন, মো. এমদাদ উল্লাহ, মো. আব্দুল মাবুদ, মো. সোলাইমান, গিয়াস উদ্দিন ও শাহেদ পারভেজ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!