অসময়ে চলে গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসবী বড়ুয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) প্রভাষক, গবেষক বাসবী বড়ুয়া (৪৫) ক্যান্সারের কাছে হার মেনে চলে গেছেন না ফেরার দেশে।

বৃহস্পতিবার (২২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে নগরের ম্যাক্স হাসপাতালে মারা যান তিনি।

পটিয়া থানার তেকোটা গ্রামের কৃতী সন্তান বাসবী বড়ুয়া প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়া ও প্রীতি বড়ুয়ার মেয়ে৷

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ (অনার্স), মাস্টার্স ডিগ্রি শেষে ভারতের দিল্লীর জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্স ও এমফিল ডিগ্রি অর্জন করেন। তিনি নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের বিষয়ে বেশ কিছু গবেষণাপত্র রচনা করেন।

বাসবী বড়ুয়ার মৃত্যুতে নিজ গ্রাম পটিয়ার তেকোটা ও কর্মস্থল চবি শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে৷

সিএম/জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!