ফেনীর রাসমনি কালী মন্দিরে কাজ করার সময় মুহূর্তেই লাশ মিরসরাইয়ের যুবক

ফেনীর একটি মন্দিরে কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিটে মিরসরাইয়ের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ৩টায় ফেনীর রাসমনি কালী মন্দিরে পূজার ইভেন্টের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ছাইদুল ইসলাম রাজু (২৫)। তিনি মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মুরাদপুর এলাকার জুনু সওদাগর বাড়ি প্রকাশ বড় বাড়ির মুক্তার হোসেনের বড় ছেলে।

আরও পড়ুন : গ্যারেজ থেকে অটোরিকশা বের করতে গিয়ে ‘লাশ’ কিশোর

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু বিভিন্ন ইভেন্টে ইলেকট্রিকের কাজ করেন। রোববার রাতে ফেনী জেলার রাসমনি কালী মন্দিরে একটি ইভেন্টের কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট হলে রাজু মাটিতে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ ইকবাল বলেন, ছাইদুল ইসলাম রাজু নামের এক যুবককে হাসপাতালে আনার আগে পথেই তার মৃত্যু হয়।

মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!