লাফ দিয়ে বাঁচল চালক, কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল নসিমন

ঢাকাগামী ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে গাছবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।। তবে এতে কেউ হতাহত হয়নি।

রোববার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে ডুলাহাজারা স্টেশনের চকরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ডুলাহাজার স্টেশনের চকরিয়া এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ রেলওয়ে ক্রসিংয়ে রেললাইনের উপর উঠে যায় গাছবাহী নসিমন। এতে ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। তবে নসিমনের চালক নিচে লাফ দিলে প্রাণে বেঁচে যান। এছাড়া দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন : দেয়ালে ধাক্কা দিয়েই উল্টে গেল সিমেন্ট বোঝাই নসিমন, চাপা পড়লেন চালক—হেলপার

এদিকে রেললাইনের উপর থেকে দুর্ঘটনাকবলিত নসিমনটি গাড়িটি সরিয়ে নিলে আধাঘণ্টা পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

এ বিষয়ে ট্রেন চালক আবদুল আউয়াল রানা বলেন, চকরিয়া এলাকায় নসিমনের সঙ্গে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে রেললাইন থেকে নসিমনটি সরিয়ে নিয়ে পুনরায় যাত্রা করি। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

যোগাযোগ কর হলে রেলওয়ে চকরিয়া স্টেশন মাস্টার জাফর বিন ফরহাদ আলোকিত চট্টগ্রামকে বলেন, ডুলাহাজারা চকরিয়া সেকশনে গাছবাহী একটি নসিমন হঠাৎ রেললাইনের উপর উঠে যায়। এসময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। আধঘণ্টা পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্য রওনা দেয়।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!