লক্করঝক্কর রেল—বিজয় এক্সপ্রেসের গন্তব্য ময়মনসিংহ, ভাটিয়ারিতেই শেষ

চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী আন্তঃনগর ট্রেন বিজয় এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যূত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভাটিয়ারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৯টায় ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রামে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনে বিজয় এক্সপ্রেসে ভাটিয়ারি স্টেশনে ঢোকার সময় একটি বগি লাইনচ্যূত হয়। এতে ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আহত হন। তবে দুর্ঘটনার সময় ট্রেনের গতি কম ছিল। পরে খবর পেয়ে রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) গিয়ে লাইনচ্যূত বগি উদ্ধার করে। প্রায় তিন ঘণ্টা পর বেলা সাড়ে ১২টায় ট্রেনটি ফের ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ভাটিয়ারী রেলস্টেশন মাস্টার সঞ্জীব দাস আলোকিত চট্টগ্রামকে বলেন, ভাটিয়ারি স্টেশনে ঢোকার সময় বিজয় এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যূত হয়। রিলিফ ট্রেন এসে উদ্ধারের পর সাড়ে ১২টার দিকে ট্রেনটি ভাটিয়ারি ছেড়ে যায়। তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!