রিয়াজুদ্দীন বাজারে ডিমের আড়তে দাম নেওয়া হচ্ছিল ইচ্ছেমতো

ডিমের দাম বেশি রাখা ও দোকানে মূল্য তালিকা না রাখায় নগরের রিয়াজুদ্দীন বাজারের তিনটি ডিমের আড়ত ও দুটি দোকানকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়। অধিদপ্তরের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযানে দেখা যায় আড়তদাররা একেকজনের কাছে একেক দামে ডিম বিক্রি করছেন। এসময় তারা ১০০ ডিম ৯৪০ টাকা থেকে ৯৭০ টাকায় বিক্রি করছিলেন। এছাড়া দোকানে মূল্য তালিকা টাঙানো ছিল না।

তিনি আরও বলেন, নিজেদের ইচ্ছেমতো দাম আদায় করায় তিন আড়তকে ৯০ হাজার টাকা এবং বেশি দামে ডিম বিক্রি করায় একটি খুচরা ডিমের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় একটি মুদি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এনইউএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!