রাস্তা দখলে ৫০ দোকান গুঁড়িয়ে দিল চট্টগ্রাম সিটি করপোরেশন

নগরের বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এসময় ৫০ দোকানের বর্ধিত অংশ অপসারণ ও ৬ ব্যক্তিকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জামালখান, মোমিন রোড, আন্দরকিল্লা, সিরাজুদ্দৌলা রোড, দিদার মার্কেট, চন্দনপুরা, প্যারেড কর্ণার, তেলীপট্টি রোড, চকবাজার অলি খাঁ মসজিদ মোড়, গুলজার মোড়, অমরচাঁদ রোড, চকবাজার কাঁচবাজার ও ধুনিরপুল এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: কদমতলীতে রাস্তা দখল করে ব্যবসা করায় মামলা খেল ৬ দোকানি

এসময় উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মু. আবুল হাশেম।

বিষয়টি নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা আবুল কালাম চৌধুরী বলেন, নগরের বিভিন্ন এলাকার রাস্তা ও ফুটপাত দখল করে প্রায় ৫০টি দোকানের বর্ধিত অংশ অপসারণ করা হয়েছে। দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ৬ জনকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!