রাজাখালীতে নোংরা পরিবেশে চলে সেমাই তৈরি

নগরের বাকলিয়া থানার রাজাখালীতে সেমাই তৈরি করা হয় নোংরা পরিবেশে। এভাবে সেমাই তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে করা হয়েছে জরিমানা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রানা দেবনাথ ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

আরও পড়ুন : চাক্তাই—রাজাখালীতে যেভাবে চলছে সেমাই তৈরি

জানা যায়, অভিযানে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুত ও প্রক্রিয়াকরণের অপরাধে রাজাখালীর আর জে সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে আব্দুল রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা এবং হোসেন ফুডসকে ১ লাখ টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।

এ বিষয়ে উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ বলেন, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুত ও প্রক্রিয়াকরণ করায় তিনটি সেমাই প্রস্তুতকারি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!