সকালটা রাঙিয়ে দিল বাংলাদেশ

শীতের রাতের ঘুম তুচ্ছ করে যারা টেলিভিশনের সামনে বসেছিল তারা হয়ে রইল ইতিহাসের সাক্ষী হয়ে। আর যারা ঘুম থেকে উঠে স্কোরবোর্ড দেখল তারা তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না!

বিস্ময়ের মতোই এক ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ম্যাচ জিতেছে বাংলাদেশ। যে সে জয় নয়, একেবারে দাপুটে জয়।

মাত্র ৯৮ রানেই নিউজিল্যান্ডের ব্যালান্সড ব্যাটিং লাইনকে থামিয়ে দিয়েছে টাইগাররা! ৩১.৪ ওভারের বেশি স্থায়ী হয়নি কিউইদের ইনিংস।

তিনটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও সৌম্য সরকার। বাকি উইকেট নেন মোস্তাফিজুর রহমান।

ব্যাটিংয়েও এদিন দুর্দান্ত ছিল বাংলাদেশ। দলের ১৫ রানের মাথায়  চোখের সমস্যায় সৌম্য (৪) মাঠ ছাড়ার পর দারুণ এক জুটি হয়। ৩৩ বলে ৩৭ রান করা এনামুল আউট হন দলীয় ৮৪ রানে। তবে অন্য প্রান্তে তখনও সমানে ব্যাট চালাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।

শান্তর ৪২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসে মাত্র ১৫.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। অপর প্রান্তে লিটন তখন ক্রিজে ছিলেন ২ বলে ১ রানে।

ইতিহাস সৃষ্টি করা জয়, তা-ও মাত্র ১৫.১ ওভারে! সবমিলিয়ে সকালটা রাঙিয়ে দিল বাংলাদেশ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!