রাউজানে মদ-ইয়াবা নিয়ে হোটেলের পেছনে ছিল ২ যুবক

রাউজানে মদ ও ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ লিটার চোলাই মদ ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে হলদিয়া ইউনিয়নের আমির হাট এলাকার একটি হোটেলের পেছনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হলদিয়া ইউনিয়নে ইয়াসিন নগর গ্রামের ফকিরপাড়ার মৃত মোহাম্মদ মিয়ার ছেলে ফরহাদ মিয়া জাহেদ (৩২) এবং একই ইউনিয়নের গর্জনিয়া এলাকার কারিগর বাড়ির মো. নুরুল হকের ছেলে মো. নিজাম (৩৮)। তবে মলই বড়ুয়া নামে একজন পালিয়ে যায়।

আরও পড়ুন: সীতাকুণ্ডে সহস্র ইয়াবার সঙ্গে মিলল শত লিটার মদ

রাউজান থানার ওসি আবদুল্লা আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, মঙ্গলবার রাতে হলদিয়া আমির হাট থেকে চোলাই মদ ও ইয়াবাসহ দুযুবককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আজ (বুধবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, গত ডিসেম্বরে থানায় মাদক আইনে ১১টি মামলা করা হয়েছে। এছাড়া একটি অস্ত্র আইনে মামলা রয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!