সীতাকুণ্ডে সহস্র ইয়াবার সঙ্গে মিলল শত লিটার মদ

সীতাকুণ্ডে পুলিশের জালে ধরা পড়েছে বিভিন্ন মামলার ৮ আসামি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- ভুজপুর হাজারীখিল এলাকার বাসিন্দা কমল ত্রিপুরা (৫২), খাগড়াছড়ি পানছড়ি এলাকার কেমিয়ন ত্রিপুরা (২৩), টেকনাফ পশ্চিম শিকদারপাড়া এলাকার মো. হাবিবুল্লাহ মিজবা (২২), উখিয়া উপজেলার বাসিন্দা মো. রফিক (২৫), সীতাকুণ্ড দক্ষিণ মাহমুদাবাদ এলাকার মো. রবিউল হোসেন (২২) ও একই এলাকার মো. মঈন উদ্দিন প্রকাশ ইসমত উল্লাহ (৩০) এবং পশ্চিম লালানগরের মো. আবুল কাশেম ও মো. সোলেমান।

আরও পড়ুন: মধ্যরাতে মাদারবাড়ির বালুর মাঠে ইয়াবা-গাঁজা নিয়ে দাঁড়িয়ে ছিল ২ যুবক

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগার হাটবাজার এলাকা থেকে ১শ লিটার চোলাই মদসহ কমল ত্রিপুরা ও কেমিয়ন ত্রিপুরাকে আটক করা হয়।

সীতাকুণ্ড বাসস্ট্যান্ড থেকে ১ হাজার পিস ইয়াবাসহ মো. হাবিবুল্লাহ মিজবা ও মো. রফিককে আটক করা হয়।

এছাড়া দক্ষিণ মাহমুদাবাদ এলাকা থেকে মো. রবিউল হোসেন, মো. মঈন উদ্দিন প্রকাশ ইসমত উল্লাহকে এবং পরোয়ানাভুক্ত মো. আবুল কাশেম ও মো. সোলেমানকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাইল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তারদের আজ (মঙ্গলবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!