ফোন পেয়েও আসেনি মালিক, রাউজানে করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাউজানে লাইসেন্স না থাকায় এক করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া রাস্তা দখল করে দোকানের মালামাল রাখায় এক ব্যক্তিকে করা হয়েছে জরিমানা।

রোববার (১৮ ডিসেম্বর) উপজেলার ৭ নম্বর ইউনিয়নের রমজান আলী হাটবাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বন বিভাগের রাউজান ঢালারমুখ স্টেশন অফিসার আইয়ুব আলী মণ্ডল।

জানা গেছে, করাত কলটির মালিক নুরুল আবছার। তিনি মাসিক ৬ হাজার টাকায় মোহাম্মদপুর এলাকার জামাল নামের এক ব্যক্তিকে ভাড়ায় দেন।

আরও পড়ুন: রাউজানে নদী-খাল-দিঘির পাড়ে পাখি আর পাখি

এ বিষয়ে বন বিভাগের স্টেশন অফিসার আইয়ুব আলী মণ্ডল বলেন, ডিলার নুরুল আবছারের মালিকাধীন করাত কলের লাইসেন্স নেই। অভিযানের সময় মালিক ও ভাড়াটিয়া জামালকে একাধিকবার ফোন করে লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র নিয়ে উপস্থিত হতে বলা হলেও তারা কেউ আসেননি।

এদিকে একই অভিযানে রমজান আলী হাটবাজারে একটি মুদির দোকানের মালামাল রাস্তার ওপর রাখার অপরাধে দোকান মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে রাউজান থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা সহায়তা করেন।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!