রক্তাক্ত সাতকানিয়া—দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে রক্তাক্ত হয়েছে সাতকানিয়া। এতে শিশুসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে।

আহতদের মধ্যে মারুফ (১০) নামের এক শিশু রয়েছে। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

মারুফ খাগরিয়ার ৫ নম্বর ওয়ার্ড এলাকার মো. এয়াকুবের ছেলে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের জোড়ার কুল এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া সার্কেল এএসপি মো. শিবলী নোমান।

এএসপি বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ ফোর্স পাঠিয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বেশ কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

আরও পড়ুন : রক্তাক্ত বদরখালী সমিতি—এবার কোপানো হলো ৫ পুলিশকে

তবে এ ঘটনায় দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন বলেন, সকাল থেকে আমি গণসংযোগ করছিলাম। জোড়ার কুলে যাওয়ার পর নৌকা প্রার্থী আক্তার হোসেনের লোকজন আমাদের ওপর হামলা চালায়। আমাদের লক্ষ্য করে তারা গুলি ছুড়ে। এতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। এর আগেও তারা আমার অনুসারীদের ওপর হামলা করেছিল। বুধবার রাতেও সাতকানিয়া থানায় আমি লিখিত অভিযোগ দিয়েছিলাম।

অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেন বলেন, অফিস উদ্বোধনের নাম দিয়ে জসিম উদ্দিন দুই-তিনশ লোক এনে অস্ত্রশস্ত্রসহ আমার এলাকার লোকজনের ওপর হামলা চালায়। এতে আমার বেশ কয়েকজন লোক আহত হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!