হাসপাতালে কাতরাচ্ছেন রক্তাক্ত আরএনবি সদস্য, মামলা নিচ্ছে না পুলিশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছেন মারধরে রক্তাক্ত আরএনবি সিপাহী মো. ফারুক। বৃহস্পতিবার (১০ নভেম্বর) তাঁকে মারধর করেন ঢাকাগামী আন্তনগর সুবর্ণ ট্রেনের সহকারী চালক (এএলএম) মো. হাসান শেখ।

এদিকে মারধরের ঘটনায় আরএবির পক্ষে মামলা করতে গেলেও নেয়নি কমলাপুর রেলওয়ে থানা পুলিশ। থানা পুলিশ বলছে, উভয়ে সরকারি চাকুরে, তাই সমঝোতাই হবে ভালো উদ্যোগ।

জানা গেছে, ১০ নভেম্বর ঢাকাগামী সুবর্ণ ট্রেনের সহকারী লোকোমাস্টার হাসান শেখের হামলায় গুরুতর আহত হন আরএনবি সিপাহী মো. ফারুক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে কাতরাচ্ছেন। ফারুকের পক্ষে আরএনবি সদস্য মো. রাকিবুল হাসান দুদিন ধরে কমলাপুর রেলওয়ে থানায় ঘুরলেও মামলা নিচ্ছে না পুলিশ।

আরও পড়ুন: ‘আরএনবির কাণ্ড’ চট্টগ্রাম রেলস্টেশনে সেনা সদস্যকে মারধর, আটক ৩

আরএনবি সদস্য মো. রাকিবুল হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, মারধরে আহত ফারুক ভাই যন্ত্রনায় হাসপাতালে কাতরাচ্ছেন। আমি ওনার পক্ষে মামলা করার জন্য দুদিন ধরে রেলওয়ে থানায় ঘুরছি। তারা অভিযোগ জমা নিলেও কোনো রিসিভ কপি দেননি। মামলার কথা বললে ওসির অনুপস্থিতির অজুহাতে নিচ্ছে না। আজকে বিকেলেও থানায় গিয়েছিলাম। তারা বলছেন, ঘটনার তদন্ত চলছে।

এদিকে হামলাকরী লোকোমাস্টার হাসান শেখও কমলাপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। এছাড়া তিনিও মো. ফারুকের নামে রেলওয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

যোগাযোগ করা হলে কমলাপুর রেলওয়ে থানার এসআই মো. সেকান্দর আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় উভয়পক্ষের অভিযোগ পেয়েছি৷ আমরা বিষয়টি তদন্ত করছি। যেহেতু উভয়ে সরকারি চাকুরে তাই আইনিভাবে না গিয়ে বসে সমাধানের চেষ্টা চলছে।

সিএম/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!