‘ছিনতাইকারী’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিচয় পায়নি পাঁচলাইশ পুলিশ

নগরের ষোলশহর এলাকার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের পাশে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহতের ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে।

শনিবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) সাদেকুর রহমান।

এদিকে ময়নাতদন্ত শেষে অজ্ঞাত লাশ আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টকে দাফনের জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কুমিরায় গাছের ডালে যুবকের লাশ

জানা গেছে, গত ২২ জানুয়ারি (রোববার) রাত পৌনে ৯টার দিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের পাশে নাসিরাবাদ হাউজিং সোসাইটির প্রবেশমুখে মোবাইল ছিনতাইকারী সন্দেহে নিহত যুবককে গণপিটুনি দেয় ৭ থেকে ৮ জন অজ্ঞাত পথচারী। পরে মোশাররফ নামে একজন গুরুতর আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ জানুয়ারি তার মৃত্যু হয়। তবে এক সপ্তাহ পার হতে চললেও ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুল আলম মিয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করতে বিভিন্ন থানা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এসআই আরও বলেন, মৃত্যুর তিনদিন পর আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টকে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!