মোহরায় মিলল টিসিবির তেল, কাপ্তাই রাস্তায় মাথায় মেয়াদোত্তীর্ণ ওষুধ

টিসিবির পণ্য অবৈধ মজুদ, বাড়তি দামে তেল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) সকালে নগরের মোহরার কাজিরহাট ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ।

আরও পড়ুন: টিসিবির পণ্য পাচার হচ্ছে রাতের আঁধারে, ধরল বাঁশখালীর লোকজন

অভিযানে মোহরার কাজিরহাট এলাকার বার আউলিয়া বাণিজ্যালয়কে টিসিবির বোতলজাত সয়াবিন তেল অবৈধভাবে মজুদ করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকার আলহা ট্রেডার্সকে বেশি দামে সয়াবিন তেল বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১৫ হাজার টাকা এবং কাপ্তাই রাস্তার মাথা এলাকার আঞ্জুমান ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ২০ হাজার টাকসহ তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা জ‌রিমানা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!