মোটরসাইকেল চুরি চট্টগ্রামে—বেচে অন্য জেলায়, ২ চোর পুলিশের জালে

নগরে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ জুলাই) হাটহাজারীর ফরহাদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. জমির উদ্দিন রুপু (২৪) ও মো. জুয়েল (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, আটকরা পেশাদার মোটরসাইকেল চোরচক্রের সদস্য। তাদের একটি সিন্ডিকেট রয়েছে। গত ৭ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে থেকে আটকরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী ব্যক্তি পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে হাটহাজারী ফরহাদাবাদ এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, নগরে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে হাটহাজারী ফরহাদাবাদ এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি বলেন, নগরে তাদের একটি চক্র রয়েছে। তারা মূলত বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে নগরের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে চট্টগ্রাম জেলার বাইরে নিয়ে বিক্রি করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এএইচ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!