মেম্বার প্রার্থী—বুলেট সেলিম গ্রেপ্তার

আসন্ন মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. আমির হোসেন সেলিম প্রকাশ বুলেট সেলিমকে (৩৮) গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ।

শনিবার (৩০ অক্টোবর) রাত ৮টায় উপজেলার মিঠাছরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বুলেট সেলিম মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়িয়া গ্রামের জামশেদ আলমের ছেলে। তার বিরুদ্ধে মিরসরাই থানায় এক ডজনেরও বেশি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগ—বিদ্রোহ দূর মিরসরাই সদরে, অন্যখানেও আশার আলো

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তিনি মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যোগাযোগ করা হলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, মাদক সম্রাট মো. আমির হোসেন সেলিম প্রকাশ বুলেট সেলিমের বিরুদ্ধে থানায় এক ডজনের বেশি মামলা রয়েছে। গোপন সংবাদে শনিবার রাতে মিঠাছরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল (রোববার) তাকে আদালতে প্রেরণ করা হবে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!