লামায় বিদ্যুৎ অফিসের আম গাছে উঠে মুহূর্তেই লাশ যুবক

বান্দরবানের লামায় আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. ফরিদুল আলম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ মে) বিকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের রোডপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদুল আলম একই ইউনিয়নে চেয়ারম্যানপাড়া গ্রামের নুর আহম্মদ ছেলে।

আরও পড়ুন: রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় মুহূর্তেই লাশ যুবক

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আজ (সোমবার) বিকালেফরিদুল আলম আজিজনগর পাওয়ার ডিস্ট্রিবিউশন উপসাপ্লাই বিদ্যুৎ বিক্রয় কেন্দ্র অফিসের আম গাছে উঠেন। এ সময় হঠাৎ গাছের ডালের সঙ্গে লেগে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মুহূর্তেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও চুনতি ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এ বিষয়ে জানতে চাইলে আজিজনগর বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত লাইনম্যান মিসবাহ উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ বিকাল ৪টার দিকে এক যুবককে গাছে ঝুলন্ত অবস্থায় দেখে সাব অ্যাসিস্ট্যান্ট অফিসার আহমেদ শুভকে অবহিত করি। তিনি ঘটনাটি নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হককে জানান। এর পর আজিজনগর পুলিশ ক্যাম্পে বিষয়টি জানানো হয়।

যোগাযোগ করা হলে আজিজনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সজিব বলেন, ঘটনাস্থলে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ইএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm