মিরসরাইয়ে মুহূর্তের আগুনে ৭০ লাখ টাকার ক্ষতি

মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৬টি বসতঘর ও ২টি রান্নাঘর। আগুনে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শনিবার (২৬ মার্চ) বিকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ইসলাম চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- আবুল হোসেন, রবিউল হোসেন ও জাকির হোসেন।

আরও পড়ুন: শত্রুতা—বাইরে দরজা আটকে আগুন লাগানো হলো ঘরে

ক্ষতিগ্রস্ত আবুল হোসেন জানান, শনিবার বিকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় রান্নাঘরসহ ৮টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া নগদ টাকা, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও জায়গা-জমির কাগজপত্র পুড়ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী আলোকিত চট্টগ্রামকে বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন রয়েছে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!