মিরসরাইয়ে ৮ মাদ্রাসায় শতভাগ পাস, জিপিএ-৫ বেশি মহাজনহাট কলেজে

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মিরসরাইয়ে ৭টি কলেজে পাসের হার ৯২ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে সেরা মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬৬ জন।

অপরদিকে আলিম পরীক্ষায় ৮টি মাদ্রাসায় পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মর্কা মো. হুমায়ুন কবির খান বলেন, উপজেলার ৭টি কলেজ থেকে চলতি বছর ২ হাজার ৫৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৩৫৭ জন। পাসের হার ৯২ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৫৭ জন। সর্বোচ্চ ৬৬ জন জিপিএ-৫ পেয়েছেন মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ থেকে। সেখানে পাসের হার ৯৯ শতাংশ। সর্বোচ্চ পাসের হার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে, ৯৯ দশমিক ৩০ শতাংশ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৪৪ জন। নিজামপুর সরকারি কলেজ থেকে ৯শ শিক্ষার্থীর মেধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৩৬ জন। পাসের হার ৯২ দশমিক ৮৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩০ জন।

আরও পড়ুন : আনোয়ারায় কলেজকে পেছনে ফেলল মাদ্রাসা

তিনি বলেন, আলিমে মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসায় পাসের হার শতভাগ। তাদের ১শ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে আবুতোরাব ফাজিল মাদ্রসায়, ৯ জন। তাদের ৫৮ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে।

মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজমল হোসেন বলেন, আমাদের কলেজ এবারের পরীক্ষায় অংশ নেওয়া ৬শ শিক্ষার্থীর মধ্যে ৫৯৪ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। প্রতিষ্ঠার পর থেকে আমাদের কলেজ উপজেলা পর্যায়ে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!