আনোয়ারায় কলেজকে পেছনে ফেলল মাদ্রাসা

আানোয়ারা উপজেলায় চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে কলেজের চেয়ে এগিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা। কলেজে পাসের হার ৭৯ দশমিক ৩৩ শতাংশ এবং মাদ্রাসায় ৯৮ দশমিক ৭৬ শতাংশ।

রোববার (২৬ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দেওয়া ফলাফলে এ তথ্য জানা যায়।

এবার আনোয়ারার ৫টি কলেজ থেকে মোট ২ হাজার ২৫৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১ হাজার ৭৯৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। জিপিএ-৫ পান ৩৪ জন। পাসের হার ৭৯ দশমিক ৩৩ শতাংশ।

আরও পড়ুন  : চট্টগ্রামে চমক দেখাল মহসিন কলেজ

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেওয়া ৩২১ জন শিক্ষার্থীর মধ্যে ৩১৯ জনই উত্তীর্ণ হয়। জিপিএ-৫ পান ২০ জন। পাসের হার ৯৮ দশমিক ৭৬ শতাংশ।

অন্যদিকে কারিগরি কলেজ থেকে ৯১ জন শিক্ষার্থীর মধ্যে ৮৫ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে জিপিএ-৫ পান ৩ জন। পাশের হার পাশের হার ৯৪ শতাংশ।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, আনোয়ারায় এবারও পাসের হারে কলেজের চেয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড এগিয়ে রয়েছে। তবে উভয় প্রতিষ্ঠানে জিপিএি-৫ এর সংখ্যা গত বছরের চেয়ে কমেছে। তবে পাসের হার বেড়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!