মিরসরাইয়ে ধরা খেল ইসপা বেকারি

মিরসরাইয়ে বিএসটিআই লাইসেন্স ছাড়া স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের দায়ে ইসপা বেকারিকে এক লাখ টাকা এবং মেসার্স ভূঁইয়া অয়েল মিলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আবু তোরাব বাজারে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. মাহফুজুর রহমান ও পরিদর্শক জিল্লুর রহমান।

আরও পড়ুন : আনোয়ারায় ধরা খেল জেসি ফুড

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, মোড়ক নিবন্ধন সনদ না থাকা এবং বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!