মিরসরাইয়েও আলুবাজি, অভিযানের জালে ২ প্রতিষ্ঠান

মিরসরাইয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুপ্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ বাজারে এ অভিযান চালানা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।

আরও পড়ুন : ‘আলুবাজি’ ৭ টাকার লোভ করে এবার লাখ টাকা ধরা

জানা যায়, জোরারগঞ্জ বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি ও দোকানে মূল্য তালিকা না রাখায় আয়েশা স্টোরকে ২ হাজার টাকা ও পুলক স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, বেশি দামে আলু বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুপ্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!