মিতু খুন : এসপি বাবুল-ইলিয়াসের বিরুদ্ধে প্রতিবেদন ২১ মার্চ

চট্টগ্রামে আলোচিত মিতু হত্যা মামলায় সাংবাদিক ইলিয়াস হোসাইন ও পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারসহ চারজনের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

মামলার অন্য আসামিরা হলেন- বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া এবং ভাই হাবিবুর রহমান লাবু।

আরও পড়ুন: : মিতু খুনে জড়িত ‘এসপি’ বাবুলসহ ৭ জন, পিবিআইয়ের চার্জশিট নিলেন আদালত

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও সেদিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। ফলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ধার্য করেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমণ্ডি থানায় এ মামলা করেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়।

এএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!