মানদণ্ড মেনে চললে মদ বিক্রির লাইসেন্স দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মানদণ্ড মেনে চললে মদ বিক্রির লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, যারা আমাদের নিয়ম মেনে চলতে পারবে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে যখন সেগুলো তারা ফুলফিল করতে পারবে তখন লাইসেন্স দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ মে) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক বিস্তার রোধে মদের বিষয়ে সরকার নমনীয়- এ ব্যাপারে বলতে গেলে আমি বলবো, এখানে একটা হলো সফট ড্রাগস, আরেকটি হলো হার্ড ড্রাগস। সফট ড্রাগস সারা বিশ্বেই চলছে। আমাদের এখানেও লাইসেন্সের মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে, কয়েকটি হোটেল, রেস্টুরেন্ট ও ক্লাবকে লাইসেন্স দিয়েছি। তারা শর্ত মেনে চলছে, যারা শর্ত মানছে পরীক্ষা-নিরীক্ষা করে লাইসেন্স দেওয়া হচ্ছে।

আসাদুজ্জামান খান বলেন, আওতা বাড়বে কি-না এটা নির্ভর করে তারা আমাদের নিয়মকানুন কতটা মেনে চলতে পারছে বা পারবে। এটা একটি চলমান প্রক্রিয়া। যারাই আমাদের নিয়ম মেনে চলতে পারবে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকটি ক্রাইটেরিয়া আছে যখন সেগুলো ফুলফিল করতে পারবে তখন তারা লাইসেন্স পাবে।

সুরা নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, আইন যখনই প্রয়োজন হয় তখনই সেটা ব্যবহার করা হয়। এখন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আইন রয়েছে, সেখানে প্রয়োজনে আমরা ব্যবস্থা নেবো। কিন্তু এখনই আমরা মনে করছি না সেটার প্রয়োজন হচ্ছে।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!