আনোয়ারায় ইট-বালু রেখে স্কুলের মাঠ দখল, পণ্ড করে দিল প্রশাসন

আনোয়ারায় আদালতের নির্দেশ উপেক্ষা করে হাজীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের চেষ্টা পণ্ড করে দিয়েছে প্রশাসন।

শুক্রবার ( ৫ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন সরাসরি উপস্থিত হয়ে এই মাঠ ভরাটের কাজ বন্ধ করে দেন।

আরও পড়ুন:লংগদুতে খেলার মাঠ রক্ষায় মানববন্ধন—স্মারকলিপি

জানা যায়, উপজেলার বারখাইন  ইউনিয়নের হাজীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাচীন এক বিদ্যাপীঠ। স্কুলের মাঠসহ আশপাশের বেশকিছু জমি দলিলমূলে রয়েছে কাজী বাড়ির মনির আহমেদের। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকার পরএ তারা আজ (শুক্রবার) জায়গাটিতে ইট-বালু রেখে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় জনগণ বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। তৎক্ষণাৎ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন উপস্থিত হয়ে পুলিশ এবং স্থানীয় জনগনের সহায়তায় কাজ বন্ধ করে দেন।  পরে তারা ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে আর কখনো ‌এ কাজ করবে না বলে অঙ্গীকার করেন।

বিষয়টি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন নিশ্চিত করেন।

আনোয়ারা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, একটি চক্র স্কুলের জায়গা দখলে নিতে তৎপর। বিষয়টি আদালতে বিচারাধীন আছে। এরপরও তারা জোরপূর্বক দখলের চেষ্টা করছে। আমরা তাদের সেই অপচেষ্টা প্রতিহত করেছি।

কাঞ্চন/এসআর 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!