ভোটের মাঠে ৫ দিন—চট্টগ্রামের ১৬ আসনের যেখানে যে ম্যাজিস্ট্রেট

চট্টগ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট ৫ দিন তাঁরা দায়িত্ব পালন করবেন।

বুধবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আইন-১ শাখার সহকারী সচিব মো. আল-আমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন এবং এর আগের দিন ও পরের দুদিনসহ মোট ৫ দিন দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রামে নিয়োগপ্রাপ্তরা

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে সহকারী জজ ফারজানা তাবাসসুম মেরী ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জোনাইদ, ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিন।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোছাইন ও সহকারী জজ তৈয়ব উদ্দিন।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে সহকারী জজ মুজিবুর রহমান ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ম্যাজিস্ট্রেট আইরিন পারভিন ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম সরোয়ার।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পুনম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার।

আরও পড়ুন : চট্টগ্রামে প্রতীক পেলেন ১২০ প্রার্থী, লড়বেন স্বতন্ত্রের ১৭ হেভিওয়েট

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা ও সিনিয়র সহকারী জজ মো. হাসান জামান।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে সিনিয়র সহকারী জজ মো. হেলাল উদ্দিন ও সহকারী জজ মো. মোস্তাফা।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে সিনিয়র সহকারী জজ শামসুল আলম ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন।

চট্টগ্রাম-১১ (বন্দর- পতেঙ্গা) আসনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাররাহুম আহমেদ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল হক ও সহকারী জজ আবদুল মান্নান।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা ও সহকারী জজ কামাল উদ্দিন।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত দাশ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদ ও সহকারী জজ কাওসার মাহমুদ দায়িত্ব পালন করবেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা- এসব অপরাধের সংক্ষিপ্ত বিচার করতে পারবেন।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!