ব্রিজঘাটে মোটরসাইকেলে চেপে ইয়াবা পাচার করছিল ২ যুবক

নগরে ১০ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (২০ আগস্ট) রাতে ব্রিজঘাট বিআইডব্লিউটিএ অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর থানার হিঙ্গারপাড়া মো. মধু সরকারের ছেলে মো. শাহীন সরকার (৩৫) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার খোলামোড়া মৃত. আব্দুল মজিদের ছেলে মো. মনির হোসেন (৩৬)।

আরও পড়ুন : ‘ঠাকুরমা কাণ্ড’—নাতিকে নিয়ে ইয়াবা বেচে কক্সবাজার থেকে ঢাকায়

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, ব্রিজঘাট বিআইডব্লিউটিএ অফিসের সামনে চেকপোস্ট স্থাপন করে মোটরসাইকেলে আসা দুজনকে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছে থাকা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে পাইকারি দামে ইয়াবা কিনে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় বেশি মূল্যে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!