বছর ঘুরতেই বোয়ালখালীর সেই সড়ক ফের রক্তাক্ত, এবার লাশ ২

বছর ঘুরতেই বোয়ালখালীর সেই সড়ক ফের রক্তাক্ত হয়েছে। এবার ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন।

সোমবার (২২ এপ্রিল) সকাল ৬টায় বোয়ালখালীর আরাকান সড়ক এরিনা ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন— অটোরিকশা চালক মো. দেলোয়ার হোসেন (৩০) ও মাছ ব্যবসায়ী মিজানুর রহমান (৩৩)।

মাছ ব্যবসায়ী মিজানুর রহমান চট্টগ্রাম নগরের লালখানবাজারের মতিঝর্ণা এলাকার আবদুস সাত্তারের ছেলে। তিনি দুবছর আগে বিয়ে করেন। তার ৯ মাস বয়সে এক কন্যাশিশু রয়েছে।

আবদুস সাত্তার জানান, গোমদন্ডী ফুলতলের মাছের আড়ত থেকে মাছ কিনে নগরের লালখানবাজার এলাকায় বেচেন মিজানুর রহমান। প্রতিদিনের মতো আজও গোমদন্ডী ফুলতলে মাছের আড়তে মাছ কিনতে গিয়ে তিনি লাশ হলেন।

নিহত অটোরিকশা চালক দেলোয়ার হোসেন চাঁদপুর কচুয়ার ৯ নং ওয়ার্ডের আলী মেম্বার বাড়ির মকবুল হোসেনের ছেলে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। তিনি লালখানবাজার মতিঝর্ণা এলাকার অ্যাডভোকেট পিকুর বাসায় থাকতেন। তার ৪ বছর ও ২ বছরের দুছেলে রয়েছে। এর মধ্যে এক শিশু প্রতিবন্ধী। তার স্ত্রী বর্তমানে ছয় মাসের গর্ভবতী।

এসআই নূর মোহাম্মদ আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে বোয়ালখালী থানায় নিয়ে আসা হয়েছে। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত বছরের ১৩ এপ্রিল একই স্থানে বাস-অটোরিকশা দুর্ঘটনায় ১ নারীসহ ৬ জন লাশ হয়েছিল।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!