বিলুপ্ত শকুন হঠাৎ লোকালয়ে, ঠাঁই হবে চট্টগ্রাম চিড়িয়াখানায়

যন্ত্রণায় ছটফট করছিল আহত শকুনটি। গ্রামবাসী দেখতে পেয়ে সেটি উদ্ধার করে। কিন্তু চিকিৎসা দেওয়ার ক্ষমতা যে তাদের নেই!

জানানো হলে উপেজলা প্রশাসনকে। খবর পেয়ে ছুটে আসেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা। তাদের চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠে আহত শকুনটি।

বিপন্ন প্রজাতির এই শকুন উদ্ধারের গল্পটি আনোয়ারা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জুইদণ্ডি ইউনিয়নের দক্ষিণ খুরুশকুল থেকে আহত শকুনটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে একটি বাড়িতে হঠাৎ উড়ে এসে পড়ে শকুনটি। পরে গ্রামবাসী সম্মিলিত প্রচেষ্টায় শকুনটি উদ্ধার করে।

শকুন উদ্ধারের খবরে ওই গ্রামে ভিড় জমায় শত শত মানুষ। শকুন উদ্ধারের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায় গ্রামবাসী।

এদিকে খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা ওই গ্রামে ছুটে আসে। দ্রুত চিকিৎসা দিয়ে শকুনটিক শঙ্কামুক্ত করেন তারা।

এ বিষয়ে উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) দোলন কান্তি দাশ আলোকিত চট্টগ্রামকে বলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাসের তত্ত্বাবধানে আমরা আহত শকুনটির চিকিৎসাসেবা দিই। পরে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে ইউএনও অফিসে পাঠানো হয়। আমরা বন বিভাগের মাধ্যমে শকুনটি চিড়িয়াখানায় পাঠানোর পরামর্শ দিয়েছি।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!