চট্টগ্রামে চুরি ঠেকাতে গিয়ে চোরের মতো মার খেলেন বিদ্যুৎ প্রকৌশলীসহ ১০ কর্মী

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে দুষ্কৃতকারীদের হামলায় প্রকৌশলীসহ বিদ্যুৎ বিভাগের ১০ কর্মী আহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে নগরের কোতোয়ালী থানার গোয়ালপাড়া তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন-সিনিয়র সাব এসিট্যান্ট ইঞ্জিনিয়ার মো.এনায়েত উল্লাহ, ইলেক্ট্রিক ফিটার মিজানুর রহমান, ইলেক্ট্রিক খালাসী রফিকুল ইসলাম ও সুজন দাশ।

জানা গেছে, গোয়ালপাড়া তুলাতলী এলাকায় একাধিক দোকান, বাসা ও ঝুপড়িতে রেলওয়ের বিদ্যুৎ সংযোগ থেকে অবৈধ সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। অভিযোগ রয়েছে, রেলওয়ের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে বছরের পর বছর ধরে চলে আসছিল বিদ্যুৎ চুরি। ফলে সংযোগ বিচ্ছিন্ন করতে গেলেই হামলা চালানো হয়।

আরও পড়ুন: বিদ্যুৎ সংযোগ—পাহাড়ি এলাকায় অতিরিক্ত অর্থ আদায়, অভিযোগ গেল ইউএনওর কাছে

সোমবার সকালে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে প্রথমে বাধা দেওয়া হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এসময় তাদের হামলায় সিনিয়র সাব এসিট্যান্ট ইঞ্জিনিয়ার মো. এনায়েত উল্লাহসহ ১০ জন গুরুতর আহত হন। আহতদের সিআরবি রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে রেলওয়ে বিদ্যুৎ বিভাগ।

বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী শাকির আহমেদ বলেন, আমাদের নিয়মিত রুটিন হিসেবে গোয়ালপাড়া তুলাতলি এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালাই। এসময় দুস্কৃতকারীরা আমাদের ওপর হামলা চালিয়ে দশজনকে আহত করেন।

সিএম/এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!