বিদ্যুতের তারে হারিয়ে গেল বিদেশফেরত রনির স্বপ্ন

দীর্ঘদিন বিদেশে চাকরি করার পর দেশে ফিরেছিলেন রনি দে (৪০)। স্বপ্ন ছিল প্রবাসের কষ্টার্জিত সঞ্চয় দিয়ে একটি দোকান দিয়ে স্থায়ীভাবে দেশে বসবাসের। একটি দোকান কিনে দোতলা পর্যন্ত নির্মাণও করেছিলেন তিনি। কিন্তু স্বপ্নের পুরোটা আর পূর্ণ করতে পারেননি তিনি।

মঙ্গলবার (১১ মে) সকালে নগরের পশ্চিম বাকলিয়া কে বি আমান আলী রোডের ফুলতলা এলাকার সানোয়ারা ভবনে  দোকানের দোতলায় বিদ্যুৎস্পৃষ্ট হন রনি। দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, সকাল ১০টার দিকে নিজ দোকান বাবুল স্টোরের দ্বিতীয় তলার ছাদ পরিষ্কার করতে যান রণি। এ সময় বিদ্যুতের তার পায়ে লেগে তিনি জ্ঞান হারান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, বাবুল দে’র ছেলে রনি দে’কে সকাল সোয়া ১০টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলোকিত চট্টগ্রাম

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!