বান্দরবানের আফিম—মদ কিনে চট্টগ্রাম বেচতো যুবক, ধরল র‍্যাব

কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে কোটি টাকা মূল্যের আফিম ও মদসহ কাকন মল্লিক (৩৫) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব-৭।

রোববার (৩১ জুলাই) রাত পৌনে ১টার দিকে তাকে গোপন সংবাদে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম আফিম ও ৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।

আটক কাকন বাঁশখালী উপজেলার পূর্ব পুঁইছড়ি এলাকার মন্টু মল্লিকের ছেলে।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে মেশিনারির আড়ালে আসলো ২ কনটেইনার মদ

র‌্যাব সূত্রে জানা যায়, বান্দরবান থেকে মাদক নিয়ে চট্টগ্রাম আসার খবরে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় চেকপোস্ট বসিয়ে রোববার (৩১ জুলাই) রাত পৌনে ১টার দিকে কাকন মল্লিক নামের এক যুবককে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা একটি পলিথিন থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম আফিম ও ৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।

এ বিষয়ে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদে শিকলবাহা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় কাকন মল্লিক নামে এক যুবককে আটকের পর আনুমানিক ৩ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের আফিম ও মদ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাকন মল্লিক দীর্ঘদিন ধরে বান্দরবানের থানচি থেকে পাইকারি দামে মাদক কিনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!