চট্টগ্রাম বন্দরে মেশিনারির আড়ালে আসলো ২ কনটেইনার মদ

চট্টগ্রাম বন্দর থেকে রাজস্ব ফাঁকি দিয়ে বের করা মদের দুটি চালান নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) গোপন সংবাদে মদভর্তি কনটেইনার আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সাইফুল হক বলেন, রাজস্ব ফাঁকি দিয়ে বন্দর থেকে মদভর্তি দুটি কনটেইনার বের করা হয়েছিল।

আরও পড়ুন: মামলা উঠল কাঁধে—অর্ধলাখ টাকার মদসহ আটক এক বুড়ো

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা যায়, গত ২০ জুলাই কুমিল্লা ইপিজেডের হাসি টাইগার কোম্পানি লিমিটেডের নামে আসা ১৯ হাজার ৬৫০ কেজি ওজনের চালানটি খালাসের জন্য কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করেছিল। চালানটি টেক্সটার্ড ইয়ান ঘোষণায় চীন থেকে আসা।

এদিন ঈশ্বরদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল লিমিটেডের নামে আসা ২০ হাজার ৭৫০ কেজি ওজনের চালানটি খালাসের জন্য কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করেছিল। এই চালানটিও এসেছিল চীন থেকে। চালান দুটির সিঅ্যান্ডএফ এজেন্ট ছিলেন ডবলমুরিং এলাকার জাফর আহমেদ।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সাইফুল হক বলেন, আইপি জালিয়াতি করে মদভর্তি কনটেইনারের চালান দুটি কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মেশিনারি ও ববিন ঘোষণায় চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা হয়। এর মাধ্যমো বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছিল।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!