গ্রেপ্তারের পর থেকে হাজতবাস—বাদ যাবে রায়ের সাজা থেকে

সাজা পাওয়া কোনো আসামি যেদিন গ্রেপ্তার হয়েছেন সেদিন থেকে সাজার রায় ঘোষণার আগ পর্যন্ত যতদিন কারাগারে ছিলেন (হাজতবাস), তা মোট সাজা থেকে বাদ যাবে। প্রতিটি মামলার ক্ষেত্রে এটি প্রযোজ্য বলে মতামত দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ সোমবার (১ নভেম্বর) এ মতামত দেন।

আরও পড়ুন: রায়ে ‘আমৃত্যু’ না থাকলে যাবজ্জীবন অর্থ ৩০ বছর

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!